Rules and Regulation

নীতিমালা:

১. সোসাইটির নাম-জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার।

২. রেজি: কৃত অফিসটি ২৯৮, ইনার সার্কুলার রোড, মতিঝিল, (আরামবাগ পেট্রোল পাম্পের বিপরীত পার্শ্বে), এস. এ ভবন, ৭ম তলা, ঢাকা-১০০০। রেজি: নং এস ৩৬৭৫(৪৬৪)/২০০৪(Web Address: www.recovered.test)কৃত অফিসটি পরিবর্তন হতে পারে নির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে।

৩. সমগ্র বাংলাদেশে এর কার্যক্রম চলবে, প্রয়োজনে নির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে বাংলাদেশের যে কোন জায়গায় এর শাখা থাকবে।

৪. লক্ষ্য এবং উদ্দেশ্য-

এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, বেসরকারী এবং দানশীল সোসাইটি অসহায় মানুষের পার্শ্বে দাড়ানোর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করবে। এর লক্ষ্য এবং উদ্দেশ্য কার্যে পরিণত করতে, কাজগুলো হবে ধর্ম, গোত্র এবং ধর্মীয় নিরপেক্ষভাবে কার্যে পরিণত হবে সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ।

  1. মৌলিক এবং মানব অধিকার প্রতিষ্ঠা করতে মধ্যস্থতা, আপোষ মূলক পর্যালোচনা করা হবে।
  2. সমাজের প্রত্যেক ক্ষেত্রে নিদারুণ মানুষের জন্য আইনসম্মত সাহায্যের প্রতিষ্ঠা এবং সমাজের অস্তিরতা দূরিকরণ।
  3. জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর প্রতিনিধি নির্বাচন হবে মৌলিক মানব অধিকারের প্রকৃত অবস্থার ভিত্তিতে সারাদেশে।
  4. ক. বিপদগ্রস্ত শিশু এবং মহিলাদের পার্শ্বে দাড়ানোর উদ্যোগ গ্রহণ।

খ. শিক্ষার কার্যক্রমে/কার্যকরনে উদ্যোগ নেওয়া হবে।

গ. মৌলিক এবং মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হবে।

5. জার্নালিস্ট সোসাইটি, মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ এর কার্যকরনে মানবাধিকার এবং উন্নতির জন্য।

এসিড শিকার, বিপদগ্রস্ত এবং অরক্ষিত দলকে সাহার্য্য করা।

6. উন্নতির প্রতিশ্রুতিতে, অনাথ, সাহায্যহীন, বয়স্ক মহিলাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। বেকার, অচল এবং বোঝাস্বরূপ মানুষদেরও ।

7. ক) সরকারের নিয়ম অনুযায়ী দেশ ও সমাজের বিভিন্ন উন্নতির তথ্য সরবরাহে ডকুমেন্টারি ছবি, সাপ্তাহিক বুলেটিন, ম্যাগাজিন এবং সংবাদপত্রের ব্যবস্থা করা।

খ) গরীব রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া এবং এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা।

গ) স্কুল , মাদ্রাসা, কলেজ কি›ডারগার্টেন, বিশ্ববিদ্যালয় এবং শিশু লালন পালন কেন্দ্র তৈরি করা।

ঘ) সম্মানীয় জ্ঞানী ব্যক্তিদের পুরষ্কার এবং সম্মানপদক এর ব্যবস্থা  করা বা দেওয়া।

ঙ) সরকার অথবা ইলেকশন কমিশন কর্তৃপক্ষ এর নিয়ম কানুন মেনে নির্বাচন এর দায়িত্ব পালন করে সরকারকে সহযোগিতা করা।

চ) সরকার এবং নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাসপাতাল, জেল-হাজত, কোর্ট হাজত, থানা হাজত পরিদর্শন করা এবং কর্তৃপক্ষকে অবহিত করিয়া আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিয়ে সহযোগিতা করা।

ছ) প্রতিশ্রুতির ভিত্তিতে বিভিন্ন ত্রান এর ব্যবস্থা করা বর্ন্যাত, দূর্ভিক্ষ এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ কবলিত মানুষদের জন্য এবং তাদের মাথা গোজার ব্যবস্থা করা সারা রাস্তার এবং গৃহহীন মানুষদের ।

জ) সমাজের সাথে সর্ম্পকিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠিান এর সুযোগ নেওয়া যে সমাজের উন্নতির শক্তিস্বরুপ এবং অধূমপান পরিবেশ এর উদ্যোগ নেওয়া ।

ঝ) শহর এবং গ্রাম পর্যায়ে সারা বস্তিতে এবং রাস্তায় থাকে তাদের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, গঠনমূলক প্রশিক্ষণ এর কার্যক্রম করা।

ঞ) বয়স্ক পুরুষ এবং মহিলাদের শিক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে। যুবক যুবতিদের চাকরির মাধ্যমে।

ট) প্রতিরোধ মুলক উদ্যোগ নেওয়া এবং প্রতিশ্রুতি পূরণের জন্য চিকিৎসা করা, নেশাগ্রস্ত ব্যক্তি, ক্যান্সার এবং এইডস, ডায়বেটিস রোগী এবং বয়স্ক মহিলা, পুরুষ এবং বিপদগ্রস্ত শিশুদের জন্য চিকিৎসা কেন্দ্র খোলা।

ঠ) বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, ড্রেইনেজ ব্যবস্থার উন্নতি এবং সোয়ারেজ ব্যবস্থার সময় উপযোগীকরণ করা যে গুলো মানুষের জন্য উপকারী।

ড) 1) সহায় সম্বলহীন গ্রামের মহিলাদের সাহায্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা, তাদের বাড়ি নির্মান, মাশরুম চাষাকরণ, শাকসবজি চাষ করনের ব্যবস্থা করা।

2) দরিদ্র এবং মেধাবি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।

ররর) অভিজ্ঞ এবং শিক্ষিত মানুষদের নিয়ে ওয়ার্কশপ, সেমিনার এর ব্যবস্থা করা এবং যুদ্ধের বিরুদ্ধে কাজ করা।

ঢ) সরকারী অনুমতি এবং প্রমাণসমূহ নিয়ে জায়গা/সম্পদ ক্রয় করা/লিজ নেওয়া এবং প্রাতিষ্ঠানিক কাজ ও সামাজিক উন্নয়নের কার্যক্রম করা।

ণ) র) এই সোসাইটি সমাজের অগ্রগতির জন্য স্থানীয় ব্যাংক এবং ফিন্যান্সসিয়াল প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করবে।

রর) অপরিচিত এবং অভিভাবক ব্যতিত মৃত বেওয়ারিশ ব্যক্তির লাশ দাফন এর ব্যবস্থা করা এবং সাহায্য করা।

ত) র) বন্ধুত্ব তৈরি কারণ এবং ধারন্য এবং প্রযুক্তি এর বিনিময় করা দেশী এবং বিদেশীদের সাথে এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন ও বিভিন্ন শিক্ষিত যুবক এবং যুবতিদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা যাতে তারা বেকার না থাকে।

রর) বিপদ গ্রস্ত এবং উপজাতীদের জন্য উদ্যোগ গ্রহণ করা।

থ) নেশাগ্রস্থদের জন্য নিরাময় কেন্দ্র দেওয়ার উদ্যোগ গ্রহণ করা।

দ) পরিবেশ দূষণ মুক্ত সমাজ গঠনের গ্রহণ করা।     খ

১)      ফান্ড র) ফান্ড করা হবে আয়-ব্যয়ের হিসাব এর কার্য সাপেক্ষে।

রর) সোসাইটির আয়/মুনাফা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে ব্যয় হবে এবং কোন প্রকার আয়, বোনাস দেওয়া হবে না মেম্বারদের মধ্যে।

সোসাইটির নিয়ম কানুনঃ

সোসাইটির রেজি: মোতাবেক (১৮৬০ এর)

ধারা (১) কোন কিছুর প্রতি নাবোধ না থাকে তাহলে,

র)           তাই ধারাই বলবদ্ধ থাকবে রেজিঃ এর ধারায়

রর)        সোসাইটি জার্নালিষ্ট  সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার নামে থাকবে

ররর)     রেজি: বইয়ে যে সমস্ত মেম্বার এবং নির্বাহী কমিটির নাম থাকবে তাই থাকবে।

ধারা (২) প্রাতিষ্ঠানিক পরিচয়

একটি অলাভজনক, অরাজনৈতিক, বেসরকারী এবং দানশীল সামাজিক প্রতিষ্ঠানঃ

র)           নির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে সকল প্রকার কার্যক্রম চলবে।

রর)        নির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে লোক নিয়োগ সারাদেশে এবং পৃথিবী ব্যাপি দেওয়া হবে।

ররর)     সকল প্রকার মৌলিক মানব অধিকার দেওয়া হবে।

ধারা ঃ (৩) মেম্বার/মেম্বারশীপ

ধমর্, বণর্, নির্বিশেষে সকল নাগরিক মেম্বার হতে পারবে যদি সে

র)                    সোসাইটির সমস্ত নিয়মকানুন ভালভাবে পড়ে বুঝে রাজী থাকে এবং সে যদি নিজে আগ্রহী হয়।

রর)        সোসাইটির নির্ধারিত ফরম এর আবেদন যদি গ্রহীত হয়। তার আবেদন পক্ষ কার্যকরী কমিটি

সম্পাদন সাপেক্ষে।

ররর)     নির্বাহী কমিটির দ্বারা ধার্যকৃত ৫০ টাকা মাসিক হিসেবে জমা করতে হবে।

রা)          ব্যক্তি/প্রতিষ্ঠান নিজ আগ্রহে সোসাইটির লক্ষ এবং উদ্দেশ্য কার্যকরনে অংশীদার হয়।

া)          মেম্বারশীপ বিভিন্ন আলাদাকৃত উদ্যোগ দিতে পারবে।

ার)       নির্বাহী কমিটি যে কাউকে তালিকা করতে পারবে মেম্বার এর সহিত দাতা মেম্বার,

আজীবন মেম্বার এবং পৃষ্টপোষক হিসাবে।

 

 

ধারা (৪) উপদেষ্টা বোর্ড

নির্বাহী কমিটি উপদেষ্টা বোর্ড তৈরি করতে পারবে তাদের মধ্যে থেকে নবায়ন করে কিছু নিয়মের

মাধ্যমে।

ধারা(৫) ফান্ড

(র)          মেম্বারদের সঞ্চয় তহবিল গ্রহণে রাজি করা/মাধ্যমে লোন গ্রহণ করতে পারবে।

(রর)       লোকাল এবং বৈদেশিক এজেন্সির মাধ্যমে সঞ্চয় তহবিল রাজি/স্বীকার থাকা।

(ররর)    সরকারের পক্ষে স্বীকার

(রা)        নির্বাহী কমিটি এবং অন্যান্য ব্যক্তিদের থেকে সঞ্চয় তহবিল গ্রহণ।

(া)        যে কোন প্রতিষ্ঠানকে অর্থদানে রাজি/ স্বীকার করা।

(ার)     ব্যাংক/অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ

(ারর)  যাকাত / ফেতরা সংরক্ষণ করা

ধারা-(৬)

র)                     যদি নিয়ম অনুযায়ী কোন ব্যয় করতে হয় তবে তা নির্বাহী কমিটি করতে পারবে।

রর)        মানব অধিকার পর্যালোচনায় চেয়ারম্যানের মতামতে সবোচ্চ ১০০০০/-ব্যয় করা যাবে এবং

পরবর্তী সভায় তা পাশ করাতে হবে নিবাহী কমিটির মাধ্যমে।

ররর)     প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস এবং শাখায় নির্দিষ্ট কত টাকা নিয়ম অনুযায়ী ব্যয় করা যাবে তা

নির্বাহী কমিটি করে দিবে।

রা)          নিয়ম অনুযায়ী কেউ উহার উপশম  করতে পারবে না।

ধারা (৭) ব্যাংক একাউন্ট নিয়ন্ত্রনঃ

র)                    হিউম্যান রাইটস রিভিও সোসাইটি নামে প্রত্যেক ব্যাংকে অন্তত একটি একাউন্ট খোলা হবে।

রর)        ব্যাংক একাউন্ট চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে খোলা হবে।

ররর)     প্রয়োজন বোধে পৃথক পৃথক ব্যাংক একাউন্ট খোলা হবে নির্বাহী কমিটির নিয়ম অনুযায়ী

রা)          পৃথক পৃথক একাউন্ট হয়ত বিভিন্ন অফিস/শাখা এর নামে খোলা হবে নির্বাহী

কমিটির অনুমতিতে।

ধারা (৮) একাউন্ট হিসাব।

র)                    সোসাইটির একাউন্ট হিসাব করা হবে এক বা ততোধিক নির্বাহী কমিটির সদস্যদের মাধ্যমে

রর)        সকল হিসাব রিপোর্ট নির্বাহী কমিটি দ্বারা স্বীকৃত হবে।

ধারা (৯) নির্বাহী কমিটি

র)                      সেখানে ১ জন চেয়ারম্যান

৬ জন নির্বাহী কমিটির সদস্য

রর)        নির্বাহী কমিটি সোসাইটির কার্যক্রম কার্যকরনের মাধ্যমে লক্ষ এবং উদ্দেশ্য কাজ করবে।

ররর)     অন্যান্য দরকারী কাজকর্ম একটি পর্যায় হবে।

রা)          কনস্যাল্ট এবং সুপারভাইজার এর কাজ একত্রিকরন হবে অফিস এবং স্টাফ ফেরত।

া)          সাধারণত তিন মাস পরস্পর একটি মিটিং হবে, জরুরী প্রয়োজনে জরুরী যে কোন সময়

মিটিং হতে পারে।

ার)       সোসাইটির সকল একাউন্ট, আয় ব্যয় সংরক্ষনে সাহায্য করবে।

ারর)    সকল প্রকার নিয়ম কানুন, নিয়মের মধ্যে নিয়ম, কার্য্যাবলি সাধন ব্যয়ের হিসাব ইত্যাদি নির্দিষ্ট

নিয়ম অনুপাতে হবে।

সদস্য এবং অন্যান্য নির্বাচক সদস্যঃ

নির্বাচিত সদস্যদের মধ্যে সকল প্রকার দায়দায়িত্ব এবং বিশ্বাস স্থাপন করে সোসাইটির স্বার্থে কাজ করতে হবে।

ধারা (১০) হিউম্যান রাইটস সোসাইটির বিভিন্ন বিভাগসমূহ

  1. প্রশাসন বিভাগ
  2. আর্ট বিভাগ
  • প্রশিক্ষণ বিভাগ
  1. কার্যকরন বিভাগ
  2. উৎপাদন এবং বিপনন বিভাগ
  3. পরিকল্পনা এবং মূল্যায়ন বিভাগ
  • আইন বিভাগ

অফিসার সংখ্যা/ডিরেক্টরস/ডিপার্টমেন্ট সংখ্যা বৃদ্ধি বা কমতে পারে নিয়ম অনুসারে।

ধারা (১২) কমিটি থেকে সদস্যপদ বাতিলকরণঃ

  1. যদি সোসাইটির নিয়ম কানুন এর প্রতি অনাস্থা জ্ঞাপন হয়।
  2. মৃত্যু হলে অথবা পদত্যাগ করলে
  • মানসিক ভাবে অসুস্থ্য হলে
  1. একাধারে ৬ মাসের চাঁদা পরিশোধ ব্যর্থ হলে।

ধারা (১৩) খালি জায়গা পূরণঃ

যদি কোন কারণে কোন জায়গা খালি থাকে তাহলে নির্বাহী কমিটি তাদের মতামতের উপযুক্ত মেম্বার দ্বারা সেটা পূরণ করবে।

ধারা (১৪) বিশেষ ক্ষমতা

  1. কোন মারাত্মক সমস্যা /পরিস্থিতি এবং সোসাইটির কোন নিয়মকানুনে কোন সমস্যা দেখা দিলে বা সেটার কোন সমাধান সম্ভাব না হলে নির্বাহী কমিটি তাদের নিজ দায়িত্বে এর সমাধান/চুড়ান্ত সিদ্ধান্ত নিবে।
  2. যদি কোন আপত্তি আসে তাই নিয়মকানুনের বিরুদ্ধে নাগরিকতা অধিকারের শুনানির পর্যন্ত।
  • কোন কারনে নির্বাহী কমিটির সভা না হয় তাহলে চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে যদিও সেটা সোসাইটির নিয়ম কানুনে নাও থাকে এবং পরবর্তীতে সভায় সেটি গ্রহীত হবে।

ধারা (১৫) সোসাইটির স্মারকলিপি পুনরায় পাঠ এবং নিয়ম কানুন সমূহ দেখা। সভায় উপস্থিত ৩/৫ জন সদস্যের ভোটে স্মারকলিপির নিয়ম কানুনের পুন:পাঠ, পরিবর্তন, সংযোজন ইত্যাদি হবে।

ধারা (১৬) সাধারণ সভার প্রকাশঃ

  1. যদি সোসাইটির প্রয়োজন হয় তাহলে নির্বাহী কমিটি অথবা চেয়ারম্যান যে কোন কিছুর প্রিন্ট এবং প্রকাশ করতে পারবে।
  2. সরকারের নিয়ম অনুসারে সোসাইটি তার সাপ্তাহিক, বুলেটিন, ম্যাগাজিন প্রকাশ করতে পারবে।

ধারা (১৭) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বছরে একবার।

ধারা (১৮) তিনজন উপস্থিত সদস্যের সদস্য নিয়ে সাধারণ সভা এবং নির্বাহী কমির্টির ফোরাম হবে।

ধারা (১৯) নিয়ম কানুনের বৈধ কপি সোসাইটির দ্বারা সত্যায়িত দেওয়া হলো

  1. গাজি শফিকুল ইসলাম-সভাপতি
  2. মোঃ জাহাঙ্গীর
  • মোঃ শাহজাহান মজুমদার যুগ্ম সচিব
  1. আজিজুল হক পাটোয়ারী-সাংগাঠনিক সচিব

 

 

জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার

এম. ডি জাহাঙ্গীর আলম

কেন্দ্রীয় কমিটির মহাসচিব

আজমিরি নিউজের সম্পাদক

গার্ডিয়ার বিডি নিউজের ব্যবস্থাপনা পরিচালক

সাপ্তাহিক আইন সংস্থার পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক

ক্রাইম এক্সরে সম্পাদক

মোবাইলঃ ০১৭৭৭৯৬৬০২২

Web Address: www.recovered.test

Email: jshrw.org@gmail.com

 

 

পারভিন আক্তার

জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর প্রচার সম্পাদিকা।

সাপ্তাহিক আইন সংস্থার পত্রিকার ক্রাইম রিপোটার।

গার্ডিয়ার বিডি নিউজের ক্রাইম রিপোটার।

ক্রাইম এক্সরে সহকারী ব্যবস্থাপনা পরিচালক

 

মোবাইলঃ ০১৭৩৪৬০৩০০০

 

 

বরাবর,

………………………………………………….

………………………………………………….

………………………………………………….

 

 

বিষয় ঃ দায়িত্ব প্রদান প্রসঙ্গে।

 

জনাব,

আপনাকে অত্র সোসাইটির পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে দারুস সালাম থানার দায়িত্ব প্রদান করা হইল। আপনি কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন করে নিবেন  এবং কেন্দ্রীয় কমিটির সাথে সকল বিষয়ে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হইল। কোন বিষয় গোপন রাখিয়ে তাহার দায়-দায়িত্ব কর্তৃপক্ষের থাকিবেনা। অপরাধী সাব্যস্থ হইলে তাহার জন্য তাহাকেই দায়িত্ব বহন করতে হইবে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ি থাকিবেনা এবং কোন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হইলে এবং দোষী সাব্যস্থ হইলে তাৎক্ষনিক ভাবে তাহার সদস্য পদ বাতিল বলিয়া গণ্য হইবে।

 

অদ্য ইং ১০/১০/২০১৬ইং তারিখ হইতে আগামী ১(এক) মাসের মধ্যে কমিটি গঠন করিয়া দাখিল করার জন্য আপনাকে বলা হইল এবং ১(এক) মাসের জন্য উক্ত ক্ষমতা প্রদান করা হইল।